স্কাঙ্কদের রক্ষাকবচ
বন-বাদাড়ের প্রতিটি প্রাণীরই রয়েছে শিকারিদের হাত থেকে নিজেদের রক্ষা করার নানা কৌশল। কারোর আছে ধারালো নখ, কারোর আছে বিষাক্ত রাসায়নিক কিংবা প্রকৃতির সঙ্গে নিজেদের মিশিয়ে রাখার ক্ষমতা। কিন্তু স্কাঙ্কদের এসব কিছুই নেই। এদের কৌশলটা একটু আলাদা। আর সেটা হলো, একটা বিদঘুটে দুর্গন্ধযুক্ত তরল।…